Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ৯ নভেম্বর ২০২০
আপডেট: ২০:০৯, ৯ নভেম্বর ২০২০

ট্রাম্পের সর্বনাশে রাস্তায় নেমে নাচলেন জেনিফার লরেন্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০-এ ডোনাল্ড ট্রাম্পের হারে তার সমর্থকরা ব্যাথায় ব্যাথিত হলেও আনন্দে হেসেছেন অনেকেই। ট্রাম্পের নির্বাচনের হারার খবর পেয়ে যেন ঢের বেশি হয়েছেন হলিউড তারকা জেনিফার লরেন্স। ট্রাম্প হারায় আনন্দে রাস্তায় নেমে নাচলেন এই তারকা।

টাইমস অব ইন্ডিয়া জানায়, একসময় রিপাবলিকান দলের কড়া সমর্থক হলেও তিনি ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোর বিরোধী।

২০১৬ সালে ট্রাম্প ক্ষমতা আসলে তার মোহভঙ্গ হয়। পরে রিপাবলিকানদের বিরুদ্ধে বক্তব্যও রাখেন। ট্রাম্পের প্রবল বিরোধিতা প্রকাশ পেত তাতে।

ফলে নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ে হলিউডের অন্যান্য তারকাদের মতো তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

ট্রাম্পের হারে তিনি এতটাই খুশি যে, সেই খবর শোনার পরই লাফাতে লাফাতে ঘর থেকে বের হয়ে এসেছিলেন ‘দ্য হাঙ্গার গেমস’ তারকা। এমনকি ভুলে পায়জামা পরে রাস্তায় নেমে এসেছিলেন!

জেনিফারের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ছাইরঙা ফুলহাতা টপ, গোলাপি পায়জামা পরা মুখ মাস্কে ঢেকে রাস্তায় দৌড়তে শুরু করেন তিনি। সেই সঙ্গে ছিল শিশুদের মতো চিৎকার।

জেনিফার এখন রয়েছেন যুক্তরাষ্ট্রের বোস্টনে। সেখানে চলছে তার নতুন সিনেমা ‘ডোন্ট লুক আপ’-এর শুটিং।

সম্প্রতি নিজেই জানিয়েছিলেন, তিনি আর রিপাবলিকানদের সমর্থন করেন না। প্রকাশ্যেই বলে দিয়েছিলেন, ‘এবার আমি বাইডেনকে ভোট দেব। কারণ, ট্রাম্প আমেরিকার উন্নয়নের বদলে নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা হিসেবে আমার মূল্যবোধের দাম দেয়নি লোকটা।’

রিপাবলিকান পরিবারে বেড়ে উঠা হলিউড তারকার। ট্রাম্পকে নিয়ে তিনি প্রকাশ্যেই বলেন, ‘ট্রাম্প এমন একটা লোক, যে বারবার নিয়ম ভেঙেছে, শ্বেতাঙ্গদের আধিপত্য নিয়ে টুঁ শব্দটি করেনি। এমন লোককে সমর্থন করার প্রশ্নই ওঠে না।’

উল্লেখ্য, ‘ডোন্ট লুক আপ’ মুক্তি পাবে ২০২২ সালে। নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। জেনিফার ছাড়াও এতে অভিনয় করছেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও, কেট ব্ল্যানচেটসহ আরও অনেকে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ