Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ৯ নভেম্বর ২০২০

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সজলের বিয়ে

সজল

সজল

করোনাকালে অনেক তারকাই বিয়ে সেরে ফেলেছেন।  অভিনেতা সজলও এই চিন্তা ভাবনার মধ্যে আছেন। তবে তিনি আরেকটু অপেক্ষা করবেন। করোনা মহামারী শেষ হলেই তিনি বিয়ে করতে চান।

সজল বলেন, করোনা না আসলে হয়তো এতোদিনে বিয়েটা সেরেই ফেলতাম। তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত। পরিস্থিতি স্বাভাবিক হলেই বিয়ে করবো।

বিয়ের পরিকল্পনা সম্পর্কে সজল বলেন, পরিবারের মানুষদের সঙ্গেও কথা হয়েছে। কীভাবে কি করা যায় পরামর্শ নিচ্ছি। যেহেতু বিয়ে জীবনের একটা বিশেষ ও গুরুত্বপূর্ণ অংশ, তাই এমন কিছুই করতে চাই যেটা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

এদিকে, করোনার পর নতুন লুকে ধরা দিয়েছেন সজল। লম্বা চুল আর মুখ ভর্তি দাড়িতে দর্শক নতুন এক সজলকে খুঁজে পেয়েছেন। সামনে একটি ওয়েব কন্টেন্টে কাজের কথা রয়েছে বলে জানান সজল। 

এদিকে, সম্প্রতি ডাকপিয়ন ডট কম এর বিজ্ঞাপনের কাজ করেছেন সজল। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ