Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ১০ নভেম্বর ২০২০
আপডেট: ১৪:৩১, ১০ নভেম্বর ২০২০

শুভ জন্মদিন মিম

বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

আজ লাক্স তারকা ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের জন্মদিন। ১৯৯২ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। সবসময়ই তিনি পরিবারের সঙ্গে জন্মদিন পালন করেন। থাকে কিছু অনুষ্ঠান পার্টি। তবে এবার করোনার কারণে ঘরেই হচ্ছে জন্মদিন।

২০০৭ সালে তিনি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এর মুকুট জয় করে শোবিজে পথচলা শুরু করেন। নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় তিনি অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন জাহিদ হাসান ও ফেরদৌসের সঙ্গে।

তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। নজরকাড়া সৌন্দর্য আর অভিনয়-নৈপুণ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করে কাজ করে চলেছেন মিম। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

এবারের জন্মদিন প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতি বছরই আমার জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় বাবা, মা আর আমার আদরের ছোট বোন মমির সঙ্গে কেক কেটে। সেই সঙ্গে কিছু প্রিয় মানুষদের নিয়ে আমার দিনটি ঘরোয়াভাবেই পালন করা হয়ে থাকে। এবারও সেটাই হয়েছে।’

‘তবে করোনার কারণে মনে আনন্দ নেই। এমন দিনে জন্মদিন উদযাপনও জমে না। সবার কাছে আশীর্বাদ চাই, যেন সুস্থ থাকি। ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন’- যোগ করেন মিম।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ