Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:২৩, ১১ নভেম্বর ২০২০

এবার করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিম

সংগৃহীত

সংগৃহীত

দেশের অনেক অভিনয় শিল্পীরাই করোনাভাইরাসের প্রকোপে পড়ছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। তবে তিনি একা নন, ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করান তারা। মঙ্গলবার তাদের রিপোর্ট পজিটিভ আসে।

আহসান হাবিব নাসিম বলেন, আজিজুল হাকিম ভাই, জিনাত হাকিম ভাবি ও তাদের ছেলের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা এখন বাসায় রয়েছেন। করোনা পজিটিভ হলেও শারীরিকভাবে বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি।

করোনাভাইরাস টেস্ট ছাড়াও আজিজুল হাকিম, জিনাত হাকিম ও তাদের ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমের রক্তের বেশকিছু পরীক্ষা করানো হয়েছে। বুধবার রাতে এসব পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার কথা রয়েছে। ফলাফলের পরই চিকিৎসার জন্য হাসপাতাল নাকি বাসায় তারা অবস্থান করবেন-এ নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ