Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ১২ নভেম্বর ২০২০

বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত লাশ উদ্ধার

বলিউড অভিনেতা আসিফ বসরা

বলিউড অভিনেতা আসিফ বসরা

বলিউড অভিনেতা আসিফ বসরা আর নেই। বৃহস্পতিবার ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালার এক আবাসিক ভবন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য মতে, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা হাজির হয়েছে।

কাংড়ার এসএসপি বিমুক্ত রঞ্জন বলেন, ‘ধর্মশালার একটি প্রাইভেট কমপ্লেক্সে আসিফ বসরার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।’

আসিফ বসরা যাব উই মেট, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, এক ভিলেন, কৃশ ৩, কাই পো চেসহ আরো অনেক সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি আমাজন প্রাইমের ওয়েব সিরিজ পাতাল লোক এবং ডিজনি প্লাস হটস্টারের হস্টেজের দু নম্বর সিজনে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

ভারতীয় সিনেমা ছাড়াও ওয়ান নাইট উইথ দ্য কিং, কুইকস্যান্ড অ্যান্ড আউট সোর্সডে'র মতো বেশ কিছু বিদেশি প্রজেক্টেও অভিনয় করেছেন আসিফ বসরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ