Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ১৩ নভেম্বর ২০২০

প্রথম প্লাজমা দেয়া হলো সৌমিত্রকে

সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে প্রথমবারের মতো প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রাও স্বাভাবিক রয়েছে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দেয়নি।

বৃহস্পতিবার কলকাতার বেলভিউ হাসপাতাল সূত্র জানিয়েছে, এই থেরাপি প্রয়োগের পর বাহ্যিকভাবে তার রক্তক্ষরণ হয়নি।

এর আগে বুধবার সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তাকে প্লাজমা থেরাপি দেয়া হলো।

প্রাথমিকভাবে প্রবীণ ওই অভিনেতার রক্তচাপ কিছুটা কমে যায়। তবে পরে তা ঠিক হয়ে যায়। এদিন তার জ্বরও ছিল। তার সিটিস্ক্যানও করা হয়েছে। তার রিপোর্ট সন্তোষজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌমিত্রের হৃৎপিণ্ড, ফুসফুস ও যকৃৎ ঠিক রয়েছে। তাকে একদিন পরপর প্লাজমা থেরাপি দেয়া হবে। সেই সঙ্গে একদিন অন্তর হবে ডায়ালাইসিসও। সৌমিত্রের স্নায়ুর সমস্যা কাটাতে পরামর্শ নেয়া হচ্ছে নিউরোলজি বোর্ডেরও।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ