Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ১৪ নভেম্বর ২০২০

শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বে আফসানা মিমি

আফসানা মিমি

আফসানা মিমি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। বহু বিজ্ঞাপন ও নাটক দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। শুধু তাই নয়, পরিচালক হিসেবেও পেয়েছেন সাফল্য।

এই অভিনেত্রী এবার পেলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১১ নভেম্বর আফসানা মিমিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বিষয়টি নিশ্চিত করেছেন আফসানা মিমি নিজেই। তিনি জানান, 'অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টা অবশ্যই করবো। সেইসঙ্গে সবার সহযোগিতা চাই৷'

মিমির সঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা মাহবুবা করিমকেও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। চুক্তিতে তিন বছরের জন্য এ দুইজনকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। এই চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারণ করতে হবে।

নব্বই দশকে মঞ্চ নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু আফসানা মিমির। তারপর কোথাও কেউ নেই নাটকের মাধ্যমে পরিচিতি লাভ করেন। এরপর বহু টেভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে কয়েক বছর ধরে কেবল নাটক পরিচালনায় বেশি সাড়া পেয়েছেন।

প্রসঙ্গত, শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ