Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২১, ১৪ নভেম্বর ২০২০
আপডেট: ১৬:৩০, ১৪ নভেম্বর ২০২০

রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’র ট্রেলার প্রকাশ

সংগৃহীত

সংগৃহীত

প্রত্যেকবারই নতুন নতুন চমক নিয়ে আসেন পরিচালক রাজ চক্রবর্তী। ব্যতিক্রম নয় এবারও। ‘হাবজি গাবজি’ নামের নতুন ছবি নিয়ে হাজির তিনি। তবে এই ছবিতে ফুটে উঠেছে বর্তমান সময়ের কিছু বাস্তবিক দিক।

ছবিটির গল্পটা কিছুটা এমন-

মিস্টার অ্যান্ড মিসেস বসু দুজনেই ব্যস্ত। বেড়ে ওঠার বয়সে সন্তানকে দেওয়ার মতো সময় তাদের কাছে নেই। অগত্যা বাড়িতে থাকা ছোট্ট তিপুর ভরসা মোবাইল ও গেম।

বাবা-মা কাউকেই কাছে না পেয়ে একাকিত্ব ক্রমাগত শিশু মনকে গ্রাস করে। মিস্টার অ্যান্ড মিসেস বসু দুজনেই চাকরি করায় অর্থনৈতিক সমস্যা নেই, বাড়ি-গাড়ি সবই আছে। ছোট্ট সন্তানকে খুশি রাখতে নতুন মোবাইল, নতুন ভিডিও গেম সবই এনে দেয় তারা। কিন্তু ধীরে ধীরে নিজেদের অজান্তেই যে বাড়িতে বিষ ঢোকাচ্ছেন, তা তাদের জানা ছিল না।

অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার শিশুদের ওপর কেমন প্রভাব ফেলে সে প্রশ্নই তুলে দিল রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’।

দীপাবলি ও চিলড্রেনস ডে জোড়া সেলিব্রেশনের ট্রেলারটি প্রকাশ হয়েছে। যেখানে মিস্টার অ্যান্ড মিসেস বসুর ভূমিকায় আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়।

‘পরিণীতা’র পর এই ছবিতে ফের একবার শুভশ্রীকে অন্যরকম চরিত্রে দেখা যেতে চলেছে, তা ট্রেলারেই বেশ স্পষ্ট। তবে ট্রেলারে ‘হাবজি গাবজি’ মুক্তির দিন জানানো হয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ