Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১৪ নভেম্বর ২০২০

বাংলাদেশের ছবি দিয়ে কাজে ফিরছেন দেব

দেব

দেব

করোনার কারণে দীর্ঘদিন ধরে কাজ থেকে  দূরে আছেন পশ্চিমবঙ্গের অভিনেতা দেব। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই তিনি কাজে ফিরছেন, তাও বাংলাদেশের ছবি দিয়ে।

সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গল কিংবা বুধবার আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি হবেন মেগা স্টার দেব।

শাপলা মিডিয়া প্রযোজিত বাংলাদেশের ছবি ‘কমান্ডো’র কাজ মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল করোনার কারণে। দেব জানিয়েছেন আগে কমান্ডোর কাজ শেষ করবেন তার পর যোগ দেবেন টিম ‘গোলন্দাজ’-এর সঙ্গে।

দীপাবলির সকালেই মাঠে গা ঘামাতে দেখা গিয়েছে দেবকে। লকডাউনে দীর্ঘদিন বাড়িতে। ওয়ার্কআউট করলেও পায়ে বল ছোঁয়াতে পারেননি। তাই সবাই যখন উৎসব উদযাপনে ব্যস্ত, তখন মহা তারকা কোচের সঙ্গে মাঠে মনোযোগী ফুটবল-ছাত্র।

করোনার কারণে পিছিয়েছে দেব প্রযোজিত ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’র মুক্তি। থমকেছে অভিজিৎ সেনের প্রথম ছবি ‘টনিক’-এর শ্যুটও। তবে দেব যখন আবার ছন্দে ফিরছেন তখন জমে থাকা সমস্ত কাজই যে যত্ন নিয়ে শেষ করবেন, এ কথা বলাই বাহুল্য।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ