Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১৫ নভেম্বর ২০২০

সৌমিত্রকে নিয়ে ওমর সানীর স্মৃতিচারণ

ওমর সানী ও সৌমিত্র চট্টোপাধ্যায়

ওমর সানী ও সৌমিত্র চট্টোপাধ্যায়

ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর মাধ্যমে চলচ্চিত্রের একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তাকে নিয়ে স্মৃতিচারণ করলেন ঢাকাই সিনেমার এক সময়ের ব্যস্ত নায়ক ওমর সানী।

সৌমিত্রের সাথে কলকাতার দুটি সিনেমায় অভিনয় করেন সানী। বলছিলেন সেই সময়ের কথা। এক  ফেসবুক পোস্টের মাধ্যমে সেই স্মৃতিচারণ করেন ওমর সানী। তার পোস্টটি এখানে তুলে ধরা হলো-

 “সৌমিত্র দা একটা ইতিহাস, ভারতবর্ষের অভিনয়ের একটা ডিকশনারি। আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার লোকাল প্রোডাকশনের দুইটা ছবি করার। কো-আর্টিস্ট হিসাবে দাদাকে পেয়েছিলাম। উনাকে দেখার পর আমি তাকিয়ে থাকতাম আমাকে বলত, কিরে কী দেখছিস? আমি বলতাম, দাদা তোমাকে দেখি, আমার এত বড় সৌভাগ্য হলো তোমার সাথে অভিনয় করার আমার জীবন সার্থক।”

আরও বলেন, “সচরাচর প্রম্পটিং শুনে আমরা অভিনয় করি। উনি আমাকে ডাকলেন, বললেন- কিরে তোর মাথায় কিছু নেই রে শুধু গোবর। আমি লজ্জায় মাথানত করতাম অভিনয় করার সময় শুধু পানি খেতাম। আমাকে বলত, কিরে এত পানি খাচ্ছিস কেন, কোন প্রবলেম? আমি বলতাম, না দাদা তোমাকে দেখে আমার গলা শুকিয়ে যায়। অট্টহাসি দিত এবং আদর করত। অনেক বছর গ্যাপ, খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে দাদার আশীর্বাদ নিয়ে আসব। আর হলো না, দাদা তোমার প্রতি আমার শ্রদ্ধা পুরো বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা, বিগ বস।”

গত ৬ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। এর পরের ৪০ দিন একের পর এক জটিলতার সঙ্গে লড়েছেন তিনি। শনিবার নাগাদ চিকিৎসকেরা সব আশা ছেড়ে দেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ