Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১৬, ১৫ নভেম্বর ২০২০

বাবাকে ভালোবাসলে তার নৈতিকতাকে শ্রদ্ধা করুন: মেয়ে পৌলমী

মেয়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়

মেয়ের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়

ছয় দশকের বেশি সময় ধরে পর্দা কাঁপানো কিংবদন্তি  অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বিধ্বস্ত হয়ে পড়েছে তার পরিবার।  এমন অবস্থায় মেয়ে পৌলোমী নিজেদের বর্তমান মানসিক অবস্থা তুলে ধরে সৌমিত্রর জন্য প্রার্থনা করতে বলেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌলোমী বলেন,

‘গভীর শোক নিয়ে জানাতে হচ্ছে, প্রিয় বাবা . . . আমার বাপি আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। পারিবারিকভাবে আমরা বিধ্বস্ত। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এখনই আমাদের বাড়িতে আসবেন না। আমার মা এবং আমার ছেলেদের অবস্থা খুব নাজুক। দয়া করে তাদের ঝুঁকির মধ্যে ফেলবেন না। দয়া করে মহামারির বিষয়টি মাথায় রাখুন এবং বাড়িতে থেকেই প্রার্থনা করুন। যদি সত্যিই বাবাকে ভালোবাসেন, তাহলে তার নৈতিকতাকে শ্রদ্ধা করুন। দয়া করে আমাকে ফোন করবেন না বা খুদে বার্তা পাঠাবেন না। আমি স্বাভাবিক হয়ে সবার সঙ্গে কথা বলব। দয়া করে আমাকে এখন একটু নিজের মতো থাকতে দিন। এটাই আমার জন্য জরুরি। যদি কেউ আমার মা বা ভাইয়ের সঙ্গে দেখা করতে চান, তবে তাদের ফোন করুন। দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন না।’

উল্লেখ্য, রোববার (১৫ নভেম্বর) বেলা সোয়া ১২ টার দিকে কোটি দর্শককে শোকে ভাসিয়ে বিদায় নিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। তার মৃত্যুর মধ্য দিয়ে সমাপ্তি ঘটল বাংলা চলচ্চিত্রের একটি সোনালী যুগের।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ