Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ১৬ নভেম্বর ২০২০

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকী করোনায় আক্রান্ত

লিয়াকত আলী লাকী

লিয়াকত আলী লাকী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।

সোমবার বিকেলে করোনা পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছেন তিনি। বর্তমানে তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ  সোমবার বিকেলে নবান্ন উৎসবের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতার সময় এ তথ্য জানান।

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ জানান, উনার শারীরিক অবস্থা ভালো রয়েছে। করোনার তেমন উপসর্গও নেই। মহামান্য রাষ্ট্রপতির একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য তিনি করোনা পরীক্ষা করতে নমুনা দিয়েছিলেন। বিকেলে রেজাল্ট হাতে পেয়েছেন এবং জেনেছেন করোনা পজিটিভ। এর পর থেকে তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ