Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ১৭ নভেম্বর ২০২০
আপডেট: ২০:৩৬, ১৭ নভেম্বর ২০২০

অবস্থার উন্নতি, আজিজুল হাকিমকে কেবিনে স্থানান্তর

আজিজুল হাকিম

আজিজুল হাকিম

করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অভিনেতাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় অভিনেতার সহধর্মিণী জিনাত হাকিম জানিয়েছেন, ‘কেবিনে দিলো একটু আগে। তবে এখানেও স্পেশাল মনিটরের ব্যবস্থা রয়েছে। চিকিৎসকেরা সার্বক্ষণিক খেয়াল রাখছেন। তারা জানিয়েছেন, ওর সবকিছুই ভালো রেসপন্স করছে। বাকিটা সবার দোয়া ও ভালোবাসা।’ 

গত ১০ অক্টোবর অভিনেতা আজিজুল হাকিম, স্ত্রী জিনাত হাকিম এবং ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমের করোনা শনাক্ত হয়। এর দুইদিন পর অভিনেতার শ্বাসকষ্ট দেখা দেয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শুক্রবার (১৩ অক্টোবর) ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়।

পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ১৫ নভেম্বর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। ছিলেন আইসিইউতে। সেখানে শারীরিক অবস্থা ভালো হওয়ায় আজ কেবিনে স্থানান্তর করা হলো।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ