Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ১৮ নভেম্বর ২০২০

সৌমিত্রের নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ডিসেম্বরে

সৌমিত্র চট্টোপাধ্যায় (১৯ জানুয়ারি ১৯৩৫ – ১৫ নভেম্বর ২০২০)

সৌমিত্র চট্টোপাধ্যায় (১৯ জানুয়ারি ১৯৩৫ – ১৫ নভেম্বর ২০২০)

ভারতের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র আর আমাদের মাঝে নেই। গত ১৫ নভেম্বর তিনি মারা গেছেন। তিনি তার অভিনয় দিয়ে জিতেছেন কোটি দশর্কের প্রাণ। কিন্তু তিনি যে আর নতুন ছবিতে কাজ করবেন না। সবাইকে তার প্রতিভায় মুগ্ধ করবেন না।

তবে বেশ কিছু সিনেমায় কাজ করে গেছেন তিনি যেগুলো মুক্তি পায়নি এখনো। এক এক করে সেগুলো আসবে সিনেমা হলসহ নানা প্লাটফর্মে।

সৌমিত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছিলেন। এর মধ্যে আগে ডাবিং শেষ করতে পেরেছিলেন ‘অবলম্বন’ নামের একটি সিনেমার। এটি আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে।

ভারতের বাংলা গণমাধ্যম জি নিউজ এ খবর জানিয়েছে।

‘অবলম্বন’ সিনেমাটি পরিচালনা করেছেন নাড়ু গোপাল মণ্ডল। এখানে একজন লেখকের ভূমিকায় অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এর কাহিনী গড়ে উঠেঠে একটি উপন্যাস লেখাকে কেন্দ্র করে। যেখানে উপন্যাসটি লেখার পর লেখক হঠাৎ আবিষ্কার করেন যে এর চরিত্রগুলো তার খুব চেনা। সব চরিত্র তার মনের অজান্তেই নিজের জীবনের চেনাজানা মানুষ হয়ে উঠছে। এ বিষয়টি লেখকে আনন্দ দেয়, বেদনাও দেয়।

আত্ম উপলব্দির বার্তা দেয়া এ ছবিতে আরও অভিনয় করেছেন লিলি চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, মেঘনা হালদার প্রমুখ।

এদিকে সৌমিত্রের বায়োপিক নির্মাণ করছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ‘অভিযান’ নামের সেই সিনেমার শুটিং পুরোপুরি শেষ করে যেতে পারেননি তিনি। সিনেমাটির ব্যাপারে কী ভাবছেন পরিচালক পরম, তা এখনো জানা যায়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ