Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৫০, ১৮ নভেম্বর ২০২০

শুটিংয়ে ফিরলেন শাহরুখ খান

শাহরুখ খান

শাহরুখ খান

গেল ২ বছর ধরে সিনেমার শুটিং করেননি শাহরুখ খান। ব্যস্ত ছিলেন নিজের প্রোডাকশন হাউজের কাজ নিয়ে। এই সময়টাতে ২০ টির মতো সিনেমার চিত্রনাট্য পড়েছেন। সেখান থেকে ৬টি ছবি পছন্দ করেছেন।

যার মধ্যে একটি হলো পাঠান। সেই ছবি দিয়েই অবশেষে শুটিং সেটে ফিরলেন বলিউড বাদশা শাহরুখ খান। তার সর্বশেষ সিনেমা জিরো মুক্তির প্রায় বছর দুয়েক পর আজ ১৮ নভেম্বর শুটিং শুরু করলেন তিনি।

বলিউড হাঙ্গামা তাদের এক খবর প্রকাশ করে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমার শুটিং সেটে ফিরেছেন শাহরুখ খান।

এ ছবির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, যশরাজ ফিল্মসের মুম্বাই স্টুডিওতে আজ থেকে শুরু হয়েছে ‘পাঠান’ সিনেমার শুটিং। শাহরুখ আজ যোগ দিয়েছেন।

তবে প্রথম দিনে দেখা মেলেনি দীপিকা এবং জন আব্রাহামের। কথা রয়েছে ডিসেম্বর অথবা সামনের বছরের শুরু থেকে এ সিনেমার কাজে নামবেন তারা।

এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে সালমান খানের। কবে নাগাদ তিনি শুটিংয়ে যোগ দিবেন সে বিষয়ে কোনো কিছু জানা যায়নি। সিনেমাটি সম্পর্কে অফিশিয়ালি এখনো কোনো কিছু বলতে রাজি হয়নি যশরাজ ফিল্মস।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ