Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

প্রকাশিত: ২০:৪৩, ১৯ নভেম্বর ২০২০

টেনিস কোর্টের তারকা এবার অভিনয়ের মঞ্চে!

টেনিস তারকা সানিয়া মির্জা

টেনিস তারকা সানিয়া মির্জা

টেনিস কোর্টে জনপ্রিয় তারকা সানিয়া মির্জা। টেনিস ব্যাট হাতে অনেক দারুণ শটে চোখ ধাঁধিয়েছেন অনেকের। সেই তারকা এবার পা রাখছেন রঙিন জগতেও। ছোট পর্দায় অভিষেক হতে চলেছে ভারতের এই টেনিস তারকার

টিবি বা যক্ষা রোগের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর জন্য 'এমটিভি নিষেধ অ্যালোন টুগেদার' নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে সানিয়াকে। 

ওয়েব সিরিজ প্রসঙ্গে সানিয়া জানান, 'আমাদের দেশে ক্ষয়রোগ খুবই বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। যক্ষ্মারোগে আক্রান্ত প্রায় অর্ধেক রোগীরই বয়স ৩০-এর কম। সংকট আরও বেড়েছে করোনা পরিস্থিতিতে। মারণ কোভিডের হাত ধরে মানবদেহে নিঃশব্দে বাসা বাঁধছে এই রোগ।'

এ সম্পর্কে মানুষকে সচেতন করা খুবই প্রয়োজন বলে মনে করেন ভারতীয় টেনিস তারকা। সেই কারণেই এই ওয়েবে সিরিজে অভিনয়ে সম্মতি জানিয়েছেন ভারতের টেনিস তারকা। সানিয়ার আশা, তার উপস্থিতি এবং বার্তা অনেক মানুষের জীবনে প্রভাব ফেলবে।

নভেম্বরের শেষের দিকে এমটিভি ইন্ডিয়া এবং এমটিভি নিষেধের সোশ্যাল মিডিয়া পেজে পাঁচ পর্বের এই ওয়েব সিরিজটি শুরু হবে। সানিয়াকে গল্পে কোন চরিত্রে দেখা যাবে সেই সম্পর্কে বিস্তারিত কিছু এখনও পর্যন্ত জানা যায়নি। খুব শিগগিরই শুটিং শুরু করে দেবেন সানিয়া।  
 
সূত্র: জিনিউজ
Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ