Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ২০ নভেম্বর ২০২০

প্রথমবারের মতো একই ছবিতে তিন ‘খান’!

আমির খান, সালমান খান, শাহরুখ খান

আমির খান, সালমান খান, শাহরুখ খান

প্রথমবারের মতো একই ছবিতে দেখা যাবে বলিউডের তিন খানকে। তারা হলেন আমির, শাহরুখ, সালমান। জানা গেছে, আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’র কারণে এবার একসঙ্গে পর্দায় আসতে চলেছেন তারা তিনজন। 

এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, একসঙ্গে তিন খানকে পর্দায় আনা খুবই কঠিন। এবার এই কঠিন কাজটাই সম্ভব করে ফেলতে চলেছেন পরিচালক অদ্বৈত চন্দন, প্রযোজক আমির খান ও কিরণ রাও। তবে তিন খানকে এক ছবিতে দেখা যেতে পারে, খবরটা কিন্তু এখানেই শেষ নয়। 

জানা যাচ্ছে, ন’য়ের দশকের স্মৃতি উসকে লাল সিং চাড্ডায় ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র জনপ্রিয় চরিত্র ‘রাজ’-এর বেশে এই ছবিতে দেখা যাবে শাহরুখকে। আর সালমানকে দেখা যাবে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র প্রেমের ভূমিকায়। 

‘লাল সিং চাড্ডা’ ছবির মূল চরিত্র আমিরকে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমার সেটে যেতে দেখা যাবে। আর সেখানেই এক ঝলক দেখা যাবে ‘রাজ’ রূপী শাহরুখকে। ইতোমধ্যেই কিং খান কেমিও চরিত্রটির শুটিংও সেরে ফেলেছেন। একইভাবে সালমানকেও কেমিও চরিত্রে দেখা যাবে। যদিও সালমানের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। পুরো বিষয়টি নিয়ে ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ