Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ২১ নভেম্বর ২০২০

দ্রুত সুস্থ হয়ে উঠছেন অভিনেতা আজিজুল হাকিম

আজিজুল হাকিম

আজিজুল হাকিম

দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তার জ্বর-ঠাণ্ডা নেই, তাই শঙ্কা অনেকটাই কমেছে। জানা গেছে, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন। স্বাভাবিক খাবারও খাচ্ছেন।

অভিনেতার শারীরিক অবস্থার তথ্যটি জানিয়েছেন উনার স্ত্রী জিনাত হাকিম। তিনি জানান, ‘আল্লাহর রহমতে শঙ্কা কেটে গেছে। একটু আগেই মেয়ের ভিডিওতে ওকে দেখলাম। ও উঠে দাঁড়িয়েছে। কেবিনে হাঁটাহাঁটি করছে মাশাল্লাহ। হাসপাতালের খাবার খেতে পারছে। পাশাপাশি ওর পছন্দের খাবারগুলো পাঠাচ্ছি চিকিৎসকদের অনুমতি নিয়ে। সেগুলোও খাচ্ছে।

খোদার কাছে অশেষ কৃতজ্ঞতা তিনি হাকিমকে সুস্থ করে তুলেছেন। দেশবাসীর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। সবাই দোয়া করেছেন ওর জন্য। আরও দোয়া করবেন যেন দ্রুতই ওকে বাসায় নিয়ে আসতে পারি।’

উল্লেখ্য, গত ১০ অক্টোবর অভিনেতা আজিজুল হাকিম, স্ত্রী জিনাত হাকিম এবং ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমের করোনা শনাক্ত হয়। এর দুইদিন পর অভিনেতার শ্বাসকষ্ট দেখা দেয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে শুক্রবার (১৩ অক্টোবর) ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ১৫ নভেম্বর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। এখন তিনি কেবিনে আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ