Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:০০, ২২ নভেম্বর ২০২০

অন্তঃসত্ত্বা অবস্থায়ও শুটিংয়ে আনুশকা

সংগৃহীত

সংগৃহীত

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অন্তঃসত্ত্বা আনুশকার ছবি ভাইরাল হয়েছে। কখনো সমুদ্র সৈকতে, কখনো সুইমিংপুলে আবার কখনো দুবাইতে স্বামী বিরাটকে খেলায় সাহস যোগাতে দেখা গেছে আনুশকাকে।

তবে এবার আনুশকাকে দেখা গেলো শুটিংয়ে! হ্যাঁ, আশ্চর্য হলেও সত্যি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুটিং করছেন আনুশকা।

কাজের ব্যাপারে আনুশকা শর্মা যে খুবই সিরিয়াস তার প্রমাণ তিনি এভাবেই আবার দিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায়ও একটি বিজ্ঞাপনের শুটিং করছেন। আনুশকার পোস্ট করা ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

জানা গেছে, মুম্বাইয়ের স্টুডিওতে টানা সাতদিন শুটিং করবেন আনুশকা। ফ্লোরে সারাক্ষণ দারুণ চনমনে থাকেন। দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরে মন মেজাজ ভালো তার। স্বাস্থ্যবিধি মেনেই ঘোরাফেরা করছেন। শুটিংয়েও কোনো সমস্যা হচ্ছে না।

জানুয়ারিতেই মা হওয়ার কথা আনুশকার। সবশেষ ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে দেখা গেছে এই নায়িকাকে। এরপর আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হলেও নেটফ্লিক্সের জন্য ‘বুলবুল’ ও অ্যামাজন প্রাইমের জন্য ‘পাতাল লোক’ ছবি দুটি প্রযোজনা করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ