Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ২৩ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত অভিনেতা ফারুকের মেয়ে

মেয়ের সাথে ফারুক

মেয়ের সাথে ফারুক

ঢাকাই চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা ফারুক করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার দেখাশোনা করছেন স্ত্রী ফারহানা ফারুক ও  মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসি। জানা গেছে, নায়ক ফারুকের মেয়েও করোনা সংক্রমিত হয়েছেন।

অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচদিন ধরে করোনায় আক্রান্ত তুলসি। বাবার সংস্পর্শে গিয়েই তার শরীরে করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বাসাতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে খাবার ও ওষুধ গ্রহণ করছেন।

উল্লেখ্য, সম্প্রতি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন অভিনেতা ফারুক। গত ১৫ নভেম্বর তার শরীরে করোনা শনাক্ত হয়। তারপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ