Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৬, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:১৭, ২৩ নভেম্বর ২০২০

ফুটবল নিয়ে সিনেমায় এক ঝাঁক তারকা

‘দামাল’ চলচ্চিত্রের শিল্পীরা ও পরিচালক

‘দামাল’ চলচ্চিত্রের শিল্পীরা ও পরিচালক

মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে সিনেমা তৈরি করছেন দেশের জনপ্রিয় পরিচালক রায়হান রাফী। সিনেমারটির নাম ‘দামাল’। সেখানে দেখা যাবে এক ঝাঁক তারকাকে।

ফরিদুর রেজা সাগরের কাহিনিতে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা। ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে ছবির শুটিং শুরু হচ্ছে।

অভিনয়শিল্পীদের মধ্যে আছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমী, অথৈ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।

রোববার রাজধানীর বনানীতে শিল্পী পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘দামাল’-এ সব মিলিয়ে ৫০০ শিল্পী কাজ করবেন বলে জানান ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার আবু শাহেদ ইমন।

এ দিকে স্বাধীন বাংলা ফুটবল টিম নিয়ে সরকারি অনুদানে আরেকটি ছবি নির্মাণ করছেন ‘দেবী’-খ্যাত অনম বিশ্বাস।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ