Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ২৩ নভেম্বর ২০২০

জামিন পেলেন ভারতী-হার্ষ

ফাইল ছবি

ফাইল ছবি

বাড়িতে গাঁজা পাওয়ার অপরাধে গ্রেফতার করা হয় কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়া। তাদের গ্রেফতারের পরে সোমবার দুপুরে ১৫ হাজার রূপির জামিন বন্ড জমার দেয়ার পরে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। 

আদালত রোববার ভারতী সিং ও তার স্বামীকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিচারকের হেফাজতে জামিন মঞ্জুর করেছেন। 

শনিবার (২১ নভেম্বর) এই কমেডিয়ানের মুম্বাইয়ের বাড়িতে অভিযানটি চালানো হয়। একজন মাদক ব্যবসায়ীর কাছে ভারতী ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়ার নাম শুনে এই অভিযান চালান এনসিবি কর্মকর্তারা।

ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বলেছে, ওই দম্পতির বাসায় তল্লাশি চালিয়ে তারা ৮৬.৫ গ্রাম মাদক উদ্ধার করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ রিয়েলিটি শো’র কো-হোস্ট এই যুগলকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভারতের বিনোদন জগতে মাদকের অবৈধ ব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তারই অংশ হিসাবে ওই তল্লাশি চালানো হয়।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকে মাদক নিয়ে বেশ সরব এনসিবি। তারই প্রেক্ষাপটে এই দম্পতির বিরুদ্ধে এমন তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএনআই’কে তদন্তকারী এক কর্মকর্তা সমীর ওয়াংখেরে বড়েছেন, ভারতী সিং ও তার স্বামীকে মাদক রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আটক করা হয়েছে। তবে সরকারি বার্তা সংস্থা পিটিআই বলেছে, এক ড্রাগ বা মাদক ব্যবসায়ীর সাক্ষাৎকারেই উঠে এসেছে ভারতী সিংয়ের নাম। মুম্বাইয়ে নিজের বাড়ি থেকে বের হয়ে ভারতীয় সিং সাংবাদিকদের বলেছেন, আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আর কিছু না।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ