Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ২৪ নভেম্বর ২০২০

করোনা হানা দিল প্রয়াত নায়করাজের বাড়িতে

ফাইল ছবি

ফাইল ছবি

শীত চলে এসেছে। এরই মধ্যে বিশ্বের অনেক দেশেই দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বাংলাদেশেও নতুন করে প্রভাব বিস্তার করছে এটি। ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গেল কয়েক সপ্তাহে শোবিজেও বেড়েছে করোনা সংক্রমণ।

জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনায়ক ফারুকসহ অনেকে পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে জানা গেছে, প্রয়াত নায়করাজ রাজ্জাকের পরিবারে করোনা হানা দিয়েছে। তার দুই পুত্র বাপ্পারাজ, সম্রাটসহ আক্রান্ত হয়েছেন অনেকেই।

গত ১৯ নভেম্বর এ দুই চিত্রনায়কের স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন সম্রাট। তবে সুস্থ রয়েছেন রাজ্জাকপত্নী খায়রুন্নেছা লক্ষ্মী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে স্রমাট বলেন, ‘আমাদের দুই ভাইয়ের পরিবারের সবারই করোনা পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে সবাই ভালো আছি আপাতত। চিকিৎসকের পরামর্শ মেনে বাসাতেই চিকিৎসা নিচ্ছি। আম্মা একাই সুস্থ রয়েছেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ