Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ২৫ নভেম্বর ২০২০

হাসপাতাল ছেড়েছেন আজিজুল হাকিম

অভিনেতা আজিজুল হাকিম ও তাঁর স্ত্রী জিনাত হাকিম

অভিনেতা আজিজুল হাকিম ও তাঁর স্ত্রী জিনাত হাকিম

খানিকটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বাসায় ফিরেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম।

জিনাত হাকিম জানান, গেল দুদিন ধরে আজিজুল হাকিম মুঠোফোনে মিডিয়ার অনেকের সঙ্গে কথা বলেছেন। যারা একয়দিন নানা ভাবে এই অভিনেতার খোঁজ নিয়েছেন তিনি তাদেরকে নিজেই ফোন করে কৃতজ্ঞতা জানিয়েছেন। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।

এদিকে আজিজুল হাকিমের চিকিৎসক মহিউদ্দিন আহমেদ আগামী দিনগুলোতে অভিনেতাকে বিশ্রাম ও সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন।

এর আগে আজিজুল হাকিম গত ১২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে জটিল ও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীতে চিকিৎসক ধাপে ধাপে চিকিৎসা কার্য পরিচালনা করেন।

উল্লেখ্য, নব্বই দশকের শুরুর দিকে মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে যুক্ত হন আজিজুল হাকিম। পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিত পেয়েছেন এই অভিনেতা। নিয়মিত অভিনয় করছেন এখনও।

তার সহধর্মিণী জিনাত হাকিম নিজেও একজন জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা। তাদের দুই সন্তান, মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রিদোয়ান হাকিম।

আইনিউজ/এইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ