Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২৫, ২৫ নভেম্বর ২০২০

গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া গেলেন তাসকিন

নীল দুটি চোখের এই অভিনেতা প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন

নীল দুটি চোখের এই অভিনেতা প্রথম সিনেমাতেই দর্শকদের নজর কাড়েন

গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া গেছেন এ সময়ের আলোচিত নীল চোখের অভিনেতা তাসকিন রহমান।

তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা তৈরি হয়েছে। এই সমস্যাটির চিকিৎসা অনেক স্পর্শকাতর। তাই উন্নত চিকিৎসার জন্য গত রবিবার অস্ট্রেলিয়ায় গেছেন। ভক্ত অনুরাগীদের কাছে আশির্বাদ কামনা করেছেন নীল চোখা এই তরুণ অভিনেতা।

অসুস্থতার দরুণ গত ১ মাস ধরেই শুটিং বন্ধ রেখে বিশ্রামে ছিলেন তাসকিন। কিন্তু এই সময়ের মধ্যে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে তার। বিশ্রামে থাকা অবস্থায় হঠাৎ করে তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, সঙ্গে সমস্যা দেখা দেয় চোখে। নানা পরীক্ষার পর তিনি জানতে পারেন তার অপটিক্যাল নার্ভাল সিস্টেমে জটিলতা দেখা দিয়েছে।

এর আগে অক্টোবরে চিকিৎসার জন্য ভারতের হায়দরাবাদে গিয়েছিলেন তাসকিন। সেখানের চিকিৎসক তাকে মাসখানেক বিশ্রাম থাকার পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় অভিষেক ঘটে তাসকিন রহমানের। এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কারেন তাসকিন। বিশেষ তার নীল চোখ জোড়া বিশেষ আকর্ষণ বাড়ায় দর্শকদের। পরে  ‘বয়ফ্রেন্ড’ ও ‘যদি একদিন’নামে আরও দুটি সিনেমাতেও কাজ করেছেন। 

মুক্তির অপেক্ষায় রয়েছে তাসকিন অভিনীত ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘ক্যাসিনো’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি' সিনেমাগুলো।

আইনিউজ/এইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ