Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ২৫ নভেম্বর ২০২০

করোনামুক্ত ফারুক, ফিরেছেন বাসায়

ফারুক

ফারুক

করোনাকে জয় করেছেন ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।

গত ১৫ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন ফারুক। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন করোনার পরীক্ষা করা হয়। সেখানে আবারো তার ফল পজিটিভ আসে।

অবশেষে তৃতীয় দফায় করোনামুক্ত হলেন কিংবদন্তি এই অভিনেতা। হাসপাতাল থেকে বাসায়ও ফিরেছেন তিনি। আজ ৯ দিনের মাথায় তিনি করোনামুক্ত হলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফারুক নিজেই।

তিনি বলেন, পরপর দুবার করোনা টেস্ট করা হলে ফলাফল নেগেটিভ আসে। গতকালই রাতে বাসায় ফিরেছি। এখন বেশ ভালো আছি। তবে চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে অভিনেতা ফারুকের মেয়ে তাবাসসুম তুলসির করোনা আক্রান্ত হয়েছেন। তবে হাসপাতাল নয়, বাসায় আইসোলেশনে আছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ