Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ২৭ নভেম্বর ২০২০

বিয়ে করেছেন অভিনেতা অনির্বাণ

সংগৃহীত

সংগৃহীত

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিয়ে করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি।

কলকাতার সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে এই জুটির বিয়ের আয়োজন করা হয়েছিল। রেজিস্ট্রি ও সিঁদুরদানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েতে লাল রঙের পোশাক পরেন অনির্বাণ ও মধুরিমা। পাঞ্জাবি এবং ধুতি পরেছিলেন অনির্বাণ। অন্যদিকে লাল রঙের শাড়িতে সেজেছিলেন মধুরিমা। সাদামাটাভাবেই সেজেছিলেন তিনি।

মধুরিমার বাবা পদ্মশ্রীখ্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। তিনি নিজেও নাট্যচর্চার সঙ্গে যুক্ত। তার পড়াশোনাও থিয়েটার নিয়ে। অনির্বাণের সঙ্গে একত্রে নাট্য প্রযোজনায় কাজও করেছেন।

নতুন দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন তাদের সহকর্মী ও ঘনিষ্ঠজনরা।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান অনির্বাণ ভট্টাচার্য। পরবর্তীতে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘ঈগলের চোখ’, ‘আরশি নগর’, ‘কলকাতায় কলম্বাস’, ‘ধনঞ্জয়’, ‘দেবী’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘শাহজাহান রিজেন্সি’ প্রভৃতি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ