Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ২৮ নভেম্বর ২০২০
আপডেট: ১৪:৪৬, ২৮ নভেম্বর ২০২০

এবার গান থেকে আলোচনায় হিরো আলম

ভিডিও থেকে সংগৃহীত

ভিডিও থেকে সংগৃহীত

অদ্ভুত সকল কর্মকাণ্ড দিয়ে সব সময় আলোচনায় থাকেন বাংলাদেশের বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

সম্প্রতি ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান গেয়েছেন হিরো আলম। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে গেছে।

হিরো আলমের গানের শিরোনাম দেয়া হয়েছে ‘ডেটিংয়ে যখন তুমি আমি যাই, তুমি বলো- নানা নানা না’। প্রযোজনা প্রতিষ্ঠান এমওএম মিউজিক থেকে গানটি প্রকাশ হচ্ছে।

তবে ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই তার গানের ভিডিও ফেসবুকে পোস্ট করছেন। চলছে আলোচনা-সমালোচনাও।

এ বিষয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমার ইচ্ছা হলো, আমি গান গাইব। সেটাও করলাম। দর্শকদের গানটি ভালো লাগবে।’

জানা যায়, ভবিষ্যতে তিনি আরো গান গাইবেন। আর এসব গানের মিউজিক ভিডিও করবেন। তার যেসব গান আসবে, সেসবের মিউজিক ভিডিওতে তিনিই থাকবেন। এছাড়া একটি অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

হিরো আলম বগুড়ার একজন ক্যাবল ব্যবসায়ী ছিলেন। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে তিনি আলোচিত হন। এরপর তিনি সিনেমায় অভিনয় করেন। এভাবেই আলোচিত হতে থাকেন।

বাবু খাইছো গানটি শুনতে ক্লিক করুন

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ