Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ২৮ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:২৫, ২৮ নভেম্বর ২০২০

গোয়েন্দা চরিত্রে আসছেন আলিয়া!

আলিয়া ভাট

আলিয়া ভাট

আগাথা ক্রিস্টির মার্ডার মিস্ট্রি অবলম্বনে ছবি তৈরি করতে চলেছেন বিশাল ভরদ্বাজ। জানা গেছে, সেই ছবিতে গোয়েন্দা চরিত্রে দেখা যেতে পারে আলিয়া ভাটকে।

গল্প অনুযায়ী, এক দম্পতি বেড়াতে গিয়ে অজান্তেই জড়িয়ে পড়ে এক খুনের তদন্তে। পরে সেই রহস্য সমাধান করে তারা। ঘটনাচক্রে এক দম্পতির গোয়েন্দা হয়ে ওঠার গল্প বলবে এ ছবি। এই দম্পতির স্ত্রী-চরিত্রেই আলিয়াকে ভাবা হয়েছে।

ছবির শুট শুরু করার কথা ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে, উত্তরাখণ্ডে। বরফ যেন পাওয়া যায়, সেই জন্য বছর শুরুতে শুটিংয়ের পরিকল্পনা।

এর আগে বিশাল জানিয়েছিলেন, যেহেতু এই গল্পে পাহাড়ও একটি গুরুত্বপূর্ণ চরিত্র, তাই আউলিতেই শুটিং করার ইচ্ছে আছে তার।

জানুয়ারিতে আলিয়া সময় দিয়ে পারবেন কি না, সেই নিয়েই এখন কথা চলছে। তবে এই প্রজেক্টে আলিয়াকে হাতছাড়া করতে চান না বিশাল। তাই জানুয়ারিতে অভিনেত্রীর সময় পাওয়া না গেলে বছরের দ্বিতীয়ার্ধে বিদেশেও শুট হতে পারে।

ছবির চিত্রনাট্য লেখার কাজ চলছে। চূড়ান্ত পর্বের স্ক্রিপ্টরিডিং হলে তার পর চুক্তিপত্রে সই করবেন আলিয়া।

যদি আলিয়া অভিনয় করেন, তা হলে এটাই হবে তার প্রথম গোয়েন্দা চরিত্র।

মাস কয়েক আগে আগাথা ক্রিস্টির রহস্য গল্প নিয়ে কাজ করার অনুমতি পেয়েছেন বিশাল। পরপর কয়েকটি সিনেমা তৈরি করবেন আলোচিত লেখিকার কাহিনি থেকে।

 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ