Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ২৮ নভেম্বর ২০২০

জুয়েল আইচের করোনা জয়

জুয়েল আইচ

জুয়েল আইচ

করোনাভাইরাসকে জয় করেছেন জাদুশিল্পী জুয়েল আইচ। শনিবার দুপুর দেড়টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।

জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানিয়েছেন, ‘করোনার যে ঝুঁকি ছিল, তা থেকে আপাতত মুক্ত জুয়েল আইচ। শারীরিক অবস্থাও বেশ ভালো। তাই চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছেন।’

তিনি জানান, এখন তাকে চিকিৎসকদের পরামর্শে চলতে হবে। থাকতে হবে বেশ কিছুদিন বিশ্রামে। খাবারেও আনতে হবে পরিবর্তন।  

গত ৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হন জাদুশিল্পী জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়লে নমুনা পরীক্ষা করান তিনি। পরীক্ষার ফল আসে পজিটিভ। তিনি একাই নন, তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত হন।

তারা সুস্থ হয়ে উঠলেও জুয়েল আইচের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। নেয়া হয় আইসিইউতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ