Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ২৯ নভেম্বর ২০২০

উটের পিটে চড়ে নোরার অন্যরকম উদযাপন

সংগৃহীত

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। নোরা তার ইনস্টাগ্রামে বেশ একটিভ। নিত্যনতুন ছবি ও ভিডিও তিনি সেখানে শেয়ার করে থাকেন।

বুধবার তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দুই কোটি হয়েছে। তাই খুশির এই দিনটিকে নোরা ফাতেহি প্রথমবারের মতো উদযাপন করেছেন।

ইনস্টাগ্রামে নোরা ফাতেহির চমকপ্রদ ফটোগুলো তার ভক্তরা খুবই পছন্দ করেছেন। তাইতো দিন দিন তার ফলোয়ারের সংখ্যাও বেড়েছে। এদিকে, ২০ কোটির মাইলফলক উদযাপন করতে নোরাকে উটের পিঠে চড়েছেন।  

সেখানে নোরা ক্যাপশন লিখেছেন, 'উদযাপন চলছে। আমি প্রথম উটে চড়েছি! এটা খুব মজার ছিলো'

নোরা মরক্কোর একটি মরুভূমিতে তার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে এই মাইলফলক উদযাপন করেছেন।

মরক্কোর মরুভূমিতে উটের পিঠে চড়ার অভিজ্ঞতা জানাতে নোরা লিখেছিলেন, 'বাহ! আমি এটি করে দেখিয়েছি। আমার ইন্সটা ফ্যাম এবং যারা আমাকে প্রতিনিয়ত সমর্থন করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসি বন্ধুরা, এটা মাত্র শুরু।'

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ