Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ৩০ নভেম্বর ২০২০

আইসিইউতে বলিউড তারকা রাহুল রায়

রাহুল রায়

রাহুল রায়

শুটিং চলাকালে বলিউড তারকা রাহুল রায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। সাথে সাথে অভিনেতাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানা গেছে, বলিউড তারকা এখন আইসিইউতে থাকলেও আপাতত তিনি স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানাচ্ছেন চিকিৎসকেরা।

জানা গেছে, কার্গিলে 'LAC- লিভ দ্য ব্যাটল' নামে একটি ছবির শ্যুটিং করছিলেন রাহুল রায়। অসম্ভব ঠাণ্ডার কারণেই ৫২ বছরের এই অভিনেতার মস্তিষ্কে আচমকা রক্তক্ষরণ শুরু হয়। ব্রেন স্ট্রোকের আশংকাতেই তৎক্ষণাৎ অভিনেতাকে শ্রীনগরে আনা হয়। সেখান থেকে মুম্বাই।

১৯৯০ সালে বলিউডে আর্বিভাব রাহুল রায়ের। প্রথম ছবি মহেশ ভাটের ‘আশিকি’। ডেবিউ ছবিই সুপার-ডুপার হিট। রাহুলের গোটা কেরিয়ারে সব থেকে হিট ছিল ওই ছবিটিই। আশিকি ছবির গান এখনো লোকের মুখে মুখে ঘোরে। রিমেক করা হলেও প্রথম আশিকি-ই এখনো দর্শকদের কাছে প্রিয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ