Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৪, ৩০ নভেম্বর ২০২০
আপডেট: ২৩:১৮, ৩০ নভেম্বর ২০২০

ম্যারাডোনাকে নিয়ে বাংলাদেশি শিল্পীর গান (ভিডিও)

ডিয়াগো ম্যারাডোনা (১৯৬০-২০২০)

ডিয়াগো ম্যারাডোনা (১৯৬০-২০২০)

পুরো পৃথিবীকে শোকের সাগরে ভাসিয়ে গত সপ্তাহে মারা গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তার বিদায়ে কেঁদেছে অগণিত ভক্ত। সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও প্রিয় ছিলেন ম্যারাডোনা।

প্রিয় এই তারকার প্রতি সম্মান জানিয়ে এবার গান উপহার দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফর হাসান। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাহরিদ বেলাল। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর করেছেন লুৎফর হাসান। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটি প্রকাশিত হয়েছে ড্রিম ক্যান্টিন থেকে।

'তুমি ম্যারাডোনা’ শিরোনামের গানটির কথা এমন-তোমার নামে এখনও রক্তে হায়/তুমুল কাঁপন বলে,/জাগো।/তুমিই ম্যারাডোনা একজন/ভালোবাসা তুমি দিয়াগো...।

এ ব্যাপারে লুৎফর হাসান বলেন, 'গানটার সাথে চারজন মানুষ জড়িত। তিনজন ব্রাজিলের সাপোর্টার, একজন আর্জেন্টিনার। কিন্ত সকলের কাছে ম্যারাডোনা অন্য রকম বিস্ময়, ভালোবাসার খুব প্রিয় জায়গায়। গানটা হৃদয় থেকেই করেছি আমরা।'

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ