Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ২ ডিসেম্বর ২০২০

করোনায় আক্রান্ত ঘোষণা দিয়ে শুটিংয়ে তৌসিফ!

তৌসিফ মাহবুব

তৌসিফ মাহবুব

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা তৌসিফ মাহমুদ। মঙ্গলবার নিজেই ফেসবুকে স্ত্রী ও তার হাসপাতালের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে করোনায় আক্রান্ত ঘোষণা দিয়ে প্রকাশ্যে শুটিং করলেন এই অভিনেতা।  

মঙ্গলবার সন্ধ্যা থেকেই তৌসিফকে কারওয়ানবাজারে শুটিং করতে দেখা যায়। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটকের বেশ কয়েকটি দৃশ্যেই শুটিংয়ে অংশ নিতে দেখা গেছে তৌসিফকে। অভিনেতার করোনায় আক্রান্তে খবর শুনে এখন আতঙ্কে ভুগছে শুটিং ইউনিটের সবাই। 

এমন খবরে গণমাধ্যমের কাছে বিস্ময় প্রকাশ করেছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। এদিকে ঘটনাটি নিয়ে নির্মাতা রাফাত মজুমদার রিংকু গণমাধ্যমে বলেন, তৌসিফ অসুস্থ ছিলেন। আমরা জানি তিনি সুস্থ হয়ে গেছেন। তাই তাকে নিয়ে কাজ করতে কোনো আপত্তি দেখাইনি। নাটকের অল্প কিছু শুটিং বাকি ছিল, শেষ করেছি।

উল্লেখ্য, মঙ্গলবার তৌসিফ ফেসবুকে লেখেন, প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।

করোনায় আক্রান্ত ঘোষণা দিয়েও শুটিং করার ব্যাপারে তবে গণমাধ্যমের কাছে মুখ খোলেননি অভিনেতা তৌসিফ মাহবুব।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ