Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১১, ৩ ডিসেম্বর ২০২০

আবেগে ফেসবুকে পোস্ট দিয়েছি: তৌসিফ

তৌসিফ মাহবুব

তৌসিফ মাহবুব

করোনায় আক্রান্ত ঘোষণা দিয়ে মঙ্গলবার শুটিং করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তার এমন কর্মকাণ্ডে সৃষ্টি হয়েছে সমালোচনার। আতঙ্কে ভুগছে শুটিং ইউনিটের সবাই। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেতা তৌসিফ।

তৌসিফ জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত নন। বুধবার (২ ডিসেম্বর) করোনা নেগেটিভ এসেছে তার। আবেগ থেকে ফেসবুকে পোস্ট করেছেন। 

বুধবার সন্ধ্যায় দেশীয় একটি গণমাধ্যমকে এ জানান তৌসিফ মাহবুব। আত্মপক্ষ সমর্থন করে তৌসিফ বলেন, ১০ দিন আগে আমার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। আমি পাশে থেকে ওর সেবা করেছি। নিজেকে ৯ দিন আইসোলেশনে রেখেছি। ধরে নিয়েছিলাম, আমি হয়তো করোনায় আক্রান্ত। আবেগে ফেসবুকে পোস্ট দিয়েছি।

কারওয়ান বাজার এলাকায় নাটকের শুটিং সম্পর্কে অভিনেতা বলেন, কয়েকটি দৃশ্য বাকি ছিল। দায়বদ্ধতা থেকে শুটিংয়ে অংশ নিয়েছি। যেহেতু আমার করোনা উপসর্গ ছিল না, তাই শুটিং করেছি।

উল্লেখ্য, মঙ্গলবার তৌসিফ ফেসবুকে লেখেন, প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন সেই আশা করি। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন। সেদিনই সন্ধ্যায় তৌসিফকে কারওয়ানবাজারে শুটিং করতে দেখা যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ