Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:১৪, ৫ ডিসেম্বর ২০২০

এবার বাংলাদেশি সিনেমায় গাইবেন নোবেল

নোবেল

নোবেল

সমালোচনা ও বিতর্কের মাঝেও গান নিয়ে ব্যস্ত কণ্ঠশিল্পী নোবেল। সম্প্রতি তার গাওয়া ‘অভিনয়’ নামে একটি গান প্রকাশ পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার গাইলেন সিনেমার জন্য।

সরকারি অনুদানে নির্মিাত ‘মুখোশ’ সিনেমার গানে কণ্ঠ দিতে চলেছেন নোবেল। ছবিটির পরিচালক ইফতেখার শুভ এই তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ‘মুখোশ’ সিনেমার টাইটেল সং- গাইবেন নোবেল। এর কথা লিখেছেন আব্রাহাম তামিম। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে আছেন আহম্মেদ হুমায়ূন।

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের ‘মুখোশ’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করবেন ইফতেখার শুভ। এটি তারই লেখা অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।

এ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন রোশান ও পরীমনি। এখানে রহস্যময় একটি চরিত্রে দেখা যাবে নন্দিত অভিনেতা মোশাররফ করিমকে। আরো অভিনয় করবেন ইরেশ যাকের, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, রাশেদ রাশু, সেলিম রেজা, অরণ্য বিজয় ও রঙ্গিলা সাধুসহ অনেকেই।

সিনেমার শুটিং আগামী জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে বলে জানা গেছে। সিলেট-সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে চলবে দৃশ্যধারণ। সে লক্ষেই প্রস্তুতি চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ