Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৩, ৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৮:৪৯, ৬ ডিসেম্বর ২০২০

বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় আর নেই

মনু মুখোপাধ্যায়

মনু মুখোপাধ্যায়

কলকাতার বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায় আর নেই। রোববার সকালে প্রবীণ এই অভিনেতার মৃত্যু হয়েছে।

দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন মনু মুখোপাধ্যায়।  মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯০ বছর।

১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। তার প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়। ষাট বছরের ক্যারিয়ারে প্রায় পঞ্চাশের অধিক বাংলা ছবিতে দেখা গেছে অভিনেতা মনু মুখোপাধ্যায়কে।

অভিনয় করেছেন মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান সহ একাধিক বাংলা ছবিতে। ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ