Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৮:৫২, ৬ ডিসেম্বর ২০২০

কক্সবাজার সৈকতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

সংগৃহীত

সংগৃহীত

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ২০১৭ সালে ধারণকৃত ইত্যাদির একটি বিশেষ পর্বটি আজ পুনঃপ্রচার করা হবে। রাত দশটার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি বিটিভি ওয়ার্ল্ড-এ একযোগে দেখা যাবে অনুষ্ঠানটি।

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে অপরূপ সৈকতে কক্সবাজারের ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা হয় মনোমুগ্ধকর এক মঞ্চ। অপূর্ব এ পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছিল ইত্যাদি’র এ পর্বটি।

বৈচিত্র্যে ভরপুর ইত্যাদি’র এ পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতা ও শিক্ষামূলক প্রতিবেদন।

ইত্যাদি’র এ পর্বে দ্বৈতকণ্ঠে গেয়েছেন কক্সবাজারের সৈকত শিল্পী জাহিদ এবং জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। ইউকেলিলি বাজিয়েছেন ইমরান। সাগর নিয়ে একটি পুরানো জনপ্রিয় গানের চিত্রায়নে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা তারিন ও মীর সাব্বির।

এছাড়াও রয়েছে চট্টগ্রামের যন্ত্রশিল্পী মিঠুন চক্র ও ইমতিয়াজ আলী জিমির পরিবেশনায় যন্ত্র সংগীতের লীলামুখর খেলা-সাগর সংলাপ। রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি নাট্যাংশ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ