Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:২১, ৬ ডিসেম্বর ২০২০

কৃষকদের শীতবস্ত্রের জন্য এক কোটি রুপি দিলেন দিলজিৎ

অভিনেতা ও গায়ক দিলজিৎ

অভিনেতা ও গায়ক দিলজিৎ

কিছুদিন আগে কৃষক বিক্ষোভকে সমর্থন করে কঙ্গনার সমালোচনার শিকার হয়েছেন অভিনেতা ও গায়ক দিলজিৎ । কিন্তু তাতেও দমে যাননি। এবার কৃষকদের শীতবস্ত্র কিনতে এক কোটি রুপি সহায়তা দিয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, পাঞ্জাবি তারকা সিংগা ইনস্টাগ্রামে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন কৃষকেরা। এ মুহূর্তে তারা দিল্লি প্রায় অবরুদ্ধ করে রেখেছেন। শীতে সেখানে অবস্থান করার প্রস্তুতিও নিয়ে এসেছেন তারা।

শীতে যাতে কৃষকেরা কষ্ট না পায়, এ জন্য এগিয়ে এসেছেন দিলজিত্‍। কোনো ঘোষণা ছাড়া গোপনে এক কোটি রুপি সহায়তা দিয়েছেন তিনি।

সিংগা এক পোস্টে পাঞ্জাবি ভাষায় লিখেন, ‘ধন্যবাদ দাদা, তুমি কৃষকদের ও তাদের গরম পোশাকের জন্য এক কোটি রুপি দান করেছো। আর কেউ সেটা জানে না। তুমি এটা পোস্টও করোনি। আজকাল ১০ টাকা দান করেও মানুষ চুপ থাকে না।’

শনিবার কৃষকদের বিক্ষোভে শামিল হন দিলজিত্‍। সেখানে তিনি কৃষকদের উদ্দেশে বলেন, ‘কৃষকেরা, আপনাদের কুর্নিশ। আপনারা ইতিহাস সৃষ্টি করেছেন। এই ইতিহাস ভবিষ্যত্‍‌ প্রজন্মের কাছে গল্প করা হবে। কৃষকদের সমস্যাগুলো আর কেউ এড়িয়ে যেতে পারবেন না।’

এ অভিনেতা আরও বলেন, ‘আমি সরকারের কাছে অনুরোধ করতে চাই-সমস্যাগুলো থেকে মুখ ঘুরিয়ে রাখবেন না। কৃষকদের সমস্যা ছাড়া এখানে আর অন্য কিছু নিয়ে আলোচনা হচ্ছে না। সবাই শান্তিপূর্ণভাবে বসে আছেন। কৃষকেরা যা চাইছেন, সরকারের তা মেনে নেওয়া উচিত।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ