Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ৭ ডিসেম্বর ২০২০

আবারো মঞ্চে গাইবেন রানু মণ্ডল

রানু মণ্ডল

রানু মণ্ডল

আবারো শোনা যাবে রানু মণ্ডলের গান। ডিজিটাল কনসার্টের মঞ্চে শিল্পী রূপঙ্কর বাগচী ও রানু মণ্ডল গাইবেন একসঙ্গে।

রানাঘাট স্টেশন থেকে বলিউডের রেকর্ডিং স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন রানু মণ্ডল, সৌজন্যে সোশ্যাল মিডিয়া। মাসখানেক আগে অতীন্দ্র নামে এক যুবকের ফেসবুকে আপলোড করা রানুর গান মুগ্ধ করেছিল নেটিজেনদের। এরপর আসে মুম্বাইয়ের রিয়ালিটি শোয়ের মঞ্চে যোগ দেয়ার ডাক। লতা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যান রানু।

রানাঘাটের ভবঘুরে রানুর সুরেলা কন্ঠ চমকে দিয়েছিল হিমেশ রেশমিয়াকে। হিমেশের কম্পোজিশনে গলাও মিলিয়েছিলেন রানু। তবে তার জনপ্রিয়তা বেশি দিন স্থায়ী হয়নি। তাকে আবার ফিরে আসতে হয়েছে রানাঘাটেই। সে নিয়ে গায়িকা রানু মণ্ডলের ক্ষোভ-দুঃখের শেষ নেই।

পতন ঘটেছিল তার জীবনে। তবে ফের রানুর হাত ধরলেন গায়ক রূপঙ্কর বাগচী। আবারো স্পটলাইটে দেখা যাবে রানুকে। এবারে ডিজিটাল কনসার্টের মঞ্চে রাণু মণ্ডলের সঙ্গে গাইলেন শিল্পী রূপঙ্কর বাগচী। ইতিমধ্যেই নরেন্দ্রপুরের গানঘর স্টুডিওতে কনসার্টের শুটিং শেষ হয়েছে। ফলে আবার শোনা যাবে রানু মণ্ডলের গান। তা নিয়ে অবশ্য গায়িকার অনুগামীদের মধ্যে হইচই পড়ে গেছে।

সমাজকর্মী অতীন্দ্রর হাত ধরে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন রানু। সেই অতীন্দ্র চক্রবর্তীই জানিয়েছেন, এই দিনের ডিজিটাল কনসার্টের রেকর্ডিংয়ে মূলত আশাজী, লতাজীর গানই গেয়েছেন রাণু মণ্ডল। খুব শীঘ্রই অনুষ্ঠানটি দেখা যাবে।

অন্যদিকে, ধীরজ মিশ্রর সঙ্গে একটি কাজ করছেন রানাঘাটের স্টার গায়িকা। আর ভি রাজমিস্ত্রীর প্রথম রোম্যান্টিক ছবি 'সীতামগর' এবং দেশাত্মবোধক ছবি 'সরোজিনী'তে গান গাইবেন রানু মণ্ডল।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ