Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

শ্যামলাল গোঁসাই

প্রকাশিত: ১৮:১৯, ৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৯:১৪, ৯ ডিসেম্বর ২০২০

ছবিতে ফোর্বসে জায়গা পাওয়া বাংলাদেশী অভিনেত্রী পরীমনি

ছবি: আদনান আজাদ আসিফ

ছবি: আদনান আজাদ আসিফ

বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকার' তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি।

পরীমনি ‘আমার প্রেম আমার প্রিয়‘ ছবিতে অভিনয়ের জন্য ২০১৯ সালে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি চলচ্চিত্রসহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেত্রী।

বিভিন্ন সময়ে এই অভিনেত্রীর বিভিন্ন মুহূর্তের ছবি তোলেছেন ন্যাচার ফটোগ্রাফার, মডেল ও চিত্রনায়ক আদনান আজাদ আসিফ।

বাংলাদেশী মডেল ও অভিনেত্রী পরীমনির ১৯৯২ সালের ২৪ অক্টোবর। তার পরিবারের দেওয়া নাম শামসুন্নাহার স্মৃতি। তবে তিনি পরীমনি নামেই অধিক পরিচিত। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীর।

 

ছোটবেলায় মা বাবাকে হারানোর পর পরীমনি বড় হয়েছেন পিরোজপুরে তাঁর নানা শামসুল হক গাজীর কাছে। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন সেখানেই। ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন।

সিনেমার রঙিন জগতে পা রাখার আগে পরীমনি কিছুদিন মডেলিং করেন।   পরে  তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। 

জাকারিয়া সৌখিন রচিত নারী নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমনি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন। 

মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মনজুড়ে তুই, লাভার নাম্বার ওয়ান, নগর মাস্তান, মহুয়া সুন্দরী।  

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ