Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ৯ ডিসেম্বর ২০২০

প্রথমবার গান গাইলেন ফেরদৌস

ফেরদৌস

ফেরদৌস

অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে আসছেন ফেরদৌস। এবার এই অভিনেতা গানে কণ্ঠ দিয়েছেন। ইমরান মাহমুদুলের সুর-সংগীতে ‘তুমি কাছে এলে’ শিরোনামের গানের মাধ্যমে প্রথমবার গান গাইছেন তিনি। গানটিতে তার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা।

রবিউল ইসলাম জীবনের লেখা এ গানের রেকর্ডিং মঙ্গলবার (৮ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। আগামী ১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ মঞ্চে এই গানের সঙ্গে পারফর্ম করবেন ফেরদৌস-কণা।

সংগীতশিল্পী ইমরান বলেন, প্রথমে ফেরদৌস ভাইকে গান গাওয়ার প্রস্তাব দিই। এ কথা শুনে ভাই ঘাবড়ে যান। এরপর তাকে বুঝিয়ে বললাম, গানটি আপনার মতো করেই করেছি। আপনি সহজেই গাইতে পারবেন। অনেক বুঝিয়ে তাকে রাজি করাই। রেকর্ডিং করার পর দেখি গানটি দারুণ হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ