Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩, ৯ ডিসেম্বর ২০২০

মৃত্যুর পরে আমার ভাস্কর্যও হতে পারে: হিরো আলম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশে ভাস্কর্য ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গন যখন গরম তখন আশরাফুল আলম ওরফে হিরো আলমও কথা বললেন এ নিয়ে। তবে তিনি তার নিজের ভাস্কর্যের কথা বলেছেন।

তিনি বলেন, আমি এক এক করে পাঁচটি বছর মাঠে টিকে আছি। আমি যদি ভালো কাজ না করতাম তাহলে এতো মানুষের হৃদয়ে জায়গা পেতাম না। মানুষ আমাকে নিয়ে এতোকিছু করতো না। আমাকে নিয়ে মানুষের ভালোবাসা আছে বলেই মানুষ আমার ভাস্কর্য বানাতে চায়। মৃত্যুর পরে আমার ভাস্কর্যও হতে পারে।

হিরো আলম বলেন, আমি জিরো থেকে হিরো হয়েছি। মানুষের ভালোবাসার কারণে জিরো থেকে হিরো। চেহারা কোনও বিষয় নয়। ভালোবাসার কারণে আজ আমি এতদূর আসতে পেরেছি। মানুষের যোগ্যতা সবচেয়ে বড় বিষয়।

উল্লেখ্য, ২০১৮ সালে আলোচিত হিরো আলমের ভাস্কর্য তৈরি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ভাস্কর্য বিভাগের একজন শিক্ষার্থী। 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ