Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১০ ডিসেম্বর ২০২০

করোনায় প্রাণ হারালেন প্রতিষ্ঠান ‘সংগীতা’র কর্ণধার সেলিম খান

ছবি: অনলাইন

ছবি: অনলাইন

মহামারী করোনা এ পর্যন্ত কেড়ে নিয়েছে অনেক রথী মহারথীর প্রাণ। এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘সংগীতা’র কর্ণধার সেলিম খান।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৫৫ বছর।

সংগীতার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিন ইমরান  জানান, সেলিম খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে।

গত ৪ ডিসেম্বর সেলিম খানের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর তাকে ইমপালস হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বুধবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

নব্বইয়ের দশকের অডিও ক্যাসেটের বাজারের পরিচিতি নাম সংগীতা। প্রতিষ্ঠানটি এখনও প্রযোজনা অব্যাহত রেখেছে।

আইনিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ