Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ১২ ডিসেম্বর ২০২০

করোনা আক্রান্তের তালিকায় এবার আরোফিন শুভ

আরোফিন শুভ

আরোফিন শুভ

দেশের তারকাঙ্গনে করোনাভাইরাস অনেক আগেই তার কোপ ফেলেছে। ভাইরাসটিতে আক্রান্তের তালিকা ধীরে ধীরে বড় হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ আরোফিন শুভ।

শনিবার (১২ ডিসেম্বর) ১ মিনিট ৩৮ সেকেণ্ডের একটি ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার দিয়েছেন শুভ। সেখানে তিনি বলেন, ‘শুভ দুপুর। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনাললি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসছে। সেটা পজিটিভ।’

‘আমি অফিসিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রত সুস্থ হয়ে আবার কাজে ফিরবো। চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠবো’- যোগ করেন আরিফিন শুভ।

তিনি আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তার প্রত্যাশা সিরিয়াস কিছু হবে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ