Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ১২ ডিসেম্বর ২০২০

শ্রেষ্ঠ লোকশিল্পীর সম্মাননা পেলেন সায়মা রেজা

সায়েমা রেজা

সায়েমা রেজা

‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর ১৫তম আসরে শ্রেষ্ঠ লোকশিল্পীর সম্মাননা দেয়া হয়েছে সায়েমা রেজাকে।

সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সম্পন্ন হয়েছে পুরস্কার প্রদানের অন্যতম এই আসর। সেখানে সংগীতের বিভিন্ন বিভাগে দেয়া হয়েছে পুরস্কার।

এ ব্যাপারে সায়েরা রেজা বলেন, সকল প্রশংসা দয়াময়ের। লোকসংগীতে পাওয়া এবারের দেশ সেরা শিল্পীর স্বীকৃতি আমার দায়িত্বটা বাড়িয়ে দিলো বহুগুন। এ ধরনের পুরস্কার জেতা অবশ্যই আনন্দের ও গর্বের। তবে আমি মনে করি ,আসল পুরস্কার পাওয়া হয় তখনই, যখন আমার গানে কোনো ভিনদেশির চোখেও জল আসে কিংবা আমার গান ভালোবাসে কোনো ভক্ত তার সদ্যজাত কন্যা সন্তানের নাম রাখে আমার নামে। খুব ভালো লাগে যখন কাউকে বলতে শুনি "আপা আপনার গান শুনে শুনে আমার কৈশোর কেটেছে" কিংবা "আপনার গান না বাজালে আমার বাচ্চাটা খেতেই চায় না" কিংবা আশরাফুলদের মতো ক্রিকেটাররা যখন বলে "ঢাকা স্টেডিয়ামে ম্যাচের ব্রেক টাইমে আপনার গান শুনে আমরা উজ্জীবিত হতাম। সবার প্রতি কৃতজ্ঞতা।

প্রসঙ্গত, ত্রিশ বছরের সঙ্গীত ক্যারিয়ারে সায়রা রেজা রবীন্দ্রসংগীত, আধুনিক এবং ফোক গানের প্রতি আত্মনিবেদনের স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

ভবিষ্যতে সময় সুযোগ হলে গানের একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন গানের এ পাখি। নিয়মিত চর্চা চলছে নিজেকে আরো শানিত করার। ‘সায়রা অ্যান্ড ফ্রেন্ডস’ শিরোনামে একটি ব্যান্ড গঠনের কাজ এগিয়ে চলছে বলে তিনি জানান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ