Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ১৩ ডিসেম্বর ২০২০

শ্বশুড়বাড়িতে কেমন আছেন অপর্ণা ঘোষ?

অপর্ণা ঘোষ ও সত্রাজিৎ দত্ত

অপর্ণা ঘোষ ও সত্রাজিৎ দত্ত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ গত বৃহস্পতিবার বন্ধু সত্রাজিৎ দত্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বর্তমানে অভিনেত্রী চট্টগ্রামে শ্বশুড়বাড়িতে রয়েছেন। সেখানে কেমন আছেন তিনি সেই অনুভূতি জানালেন এবার।

অর্পণা ঘোষ জানান, একটা সময় অভিনয়ের টানে আমার পরিবার ছেড়ে ঢাকা শহরে একা থেকেছি। বিয়ের অনুষ্ঠান শেষে সবাইকে ছেড়ে যেদিন চলে আসছিলাম মনে হচ্ছিল, কিছু একটা ফেলে চলে আসছি। একটু ফাঁকা ফাঁকা লাগছে আরকি। তবে আমার শ্বশুড়বাড়ির লোকজন খুবই ভালো, তারা আমকে আপন করে নিতে বেশি সময় লাগেনি। 

তিনি বলেন,  আমার শ্বশুরবাড়ির সবাই খুবই খোলামনের আধুনিক চিন্তার মানুষ। আমি যেমনটা চাই, ঠিক সেভাবেই গ্রহণ করছে। এটা আমার জন্য অনেক বড় সাপোর্ট। আমার শ্বশুর আমাকে নিয়ে এতটা গর্বিত, একটু পরপর যখনই কেউ ফোন করেন, তিনি আমারই প্রশংসা করেন। 

এদিকে বিয়ের পরে হানিমুন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন হানিমুনে দেশের বাহিরে যাওয়ার কোন ইচ্ছা নেই। দেশেই ছোটখাটো করে হানিমুন সেরে ফেলবো। অবস্থা একটু ভালো হলে মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে। 

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন অপর্ণা ঘোষ। তার প্রথম অভিনয় ছিল ‘তবুও ভালোবাসি’ নাটকে। এরপর নিয়মিত হয়ে ওঠেন টেলিভিশন ও বিজ্ঞাপনের পর্দায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ