Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৮, ১৩ ডিসেম্বর ২০২০

রুপালি পর্দায় আমিরপুত্র জুনায়েদ

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউডের রুপালি পর্দায় পা রাখতে চলেছেন আমির খানের ছেলে জুনায়েদের। তাই আমির-অনুরাগীদের মধ্যে বেশ কৌতূহল বিরাজ করছে। 

যদিও আগে শোনা গিয়েছিল তিনি ন‌াকি নিজেকে লাইমলাইট থেকে দূরেই রাখতে চান। অবশেষে মত বদল করলেন আমির পুত্র জুনায়েদ।

শোনা যাচ্ছে যশরাজ ফিল্মসের মতো কোন ব্যানারে আসছে জুনায়েদ। ছবিতে তার বিপরীতে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত শালিনী পাণ্ডেকে। ছবির পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি একটি পিরিয়ড ড্রামা। উনবিংশ শতকের ব্রিটিশ ভারতের পটভূমিতেই এগোবে ছবির গল্প।

ছবিতে জুনায়েদকে দেখা যাবে একজন সাংবাদিক ও সমাজকর্মীর ভূমিকায়। ছবিটি একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে।  

শুটিং শুরু হওয়ার কথা আগামী বছরের শুরুর দিকেই। জানা যাচ্ছে, মুম্বাইয়ের মাধ আইল্যান্ডে ছবির সেট নির্মাণের কাজও এরই মধ্যে শুরু হতে চলেছে। 

তারকা সন্তান হওয়ার সবথেকে বড় অসুবিধা হল প্রতি মুহূর্তেই চলতে থাকে তুলনা। জুনেদের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে। পারফেকশনিস্ট আমিরের ছেলে হিসেবে জুনেদকে কতটা পছন্দ করেন দর্শকরা, সেটাই এখন দেখার।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ