Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ১৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:৩৯, ১৫ ডিসেম্বর ২০২০

ছাড়পত্র পেলো জয়ার ‘অলাতচক্র’

জয়া আহসান

জয়া আহসান

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো জয়া আহসান অভিনীত অনুদানের চলচ্চিত্র ‘অলাতচক্র’। কথাসাহিত্যিক আহমেদ ছফার উপন্যাস অলাতচক্র অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শিত হয়। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করে ছাড়পত্র প্রদানের অনুমতি দেয়। বিষয়টি মৌখিকভাবে পরিচালককেও জানানো হয়েছে।

পরিচালক হাবিবুর রহমান জানান, কোনো রকম কাটছাট ছাড়াই ছবিটি সেন্সর পেয়েছে। সেন্সর বোর্ড থেকে মৌখিকভাবে আমাকে জানানো হয়েছে। শিগগিরই সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে যাবো।

অলাতচক্র সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন আহমেদ রুবেলসহ অনেকেই। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি বাংলাদেশের প্রথম থ্রিডি সিনেমা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ