Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ১৬ ডিসেম্বর ২০২০

নচিকেতার কথা-সুরে গান গাইলেন আশিক

নচিকেতা ও আশিকুর রহমান

নচিকেতা ও আশিকুর রহমান

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা। ভারতের মতো এখানেও তার গানের চাহিদা আকাশচুম্বী। বেশ কয়েকবার তার লেখা, সুর ও কণ্ঠে বাংলাদেশ গান পেয়েছে। সেই ধারাবাহিকতায় আবারও তিনি গান তৈরি করলেন বাংলাদেশি শিল্পীর জন্য।

এবারের গানের নাম ‘জীবনে যে মুখ ভেসে যায়’। নচিকেতার কথা ও সুরে এই গানটি গেয়েছেন আশিকুর রহমান। এর সংগীতায়োজন করেছেন ইবরার টিপু।

আশিকুর রহমানের সাথে দ্বৈত কণ্ঠ দিয়েছেন রোমানা ইতি। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে গানটি।

আশিকুর রহমান জানালেন, এই গানটি ভিডিও আকারে প্রকাশ হবে। এর ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে দেখা যাবে তন্ময় চক্রবর্তী ও বৃষ্টি খানকে। দুই শিল্পী আশিকুর রহমান এবং রোমানা ইতির উপস্থিতিও দেখা যাবে।

গান প্রসঙ্গে গায়ক আশিক বলেন, ‘দারুন রোমান্টিক একটি গান হয়েছে। নচিকেতা স্যারের কথা-সুর নিয়ে মন্তব্য করার সাহস আমার নাই। শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। ইবরার টিপু ভাই দারুণ সঙ্গীতায়োজন করেছেন। রোমানা ইতিও দারুণ গেয়েছে আমার সাথে। রোমান্টিক গল্পে দৃষ্টি নন্দন ভিডিও দর্শকদের ভালো লাগবে।’

তিনি নচিকেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমার কণ্ঠে গান শুনে নচিকেতা চক্রবর্তী স্যার তার নিজের ব্যবহার করা মাফলার উপহার দিয়েছিলেন যা আমার এই ছোট্ট জীবনের সবচেয় বড় প্রাপ্তি। তার আশির্বাদ নিয়ে গানের ভুবনে পথ চলছি।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ১৭ ডিসেম্বর তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘জীবনে যে মুখ ভেসে যায়’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বিভিন্ন মিউজিক অ্যাপে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ